শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রিয়াকে নেটিজেনদের আক্রমণ, জবাব দিলেন নুসরাত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ১:৪১ পিএম

দিনের পর দিন সুশান্তের মৃত্যু রহস্য ঘনীভূত হচ্ছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্যে নতুন মোড় নিচ্ছে। অভিনেতার মৃত্যুতে একাধিক অভিযোগের আঙ্গুল উঠেছে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। এমনকি রিয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় সকল বাঙালি মেয়েদের অশ্লীল ভাষায় আক্রমণ করছেন নেটিজেনরা। এবার সমস্ত বাঙালি মেয়েদের হয়ে সরব হলেন কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

সুশান্তের বান্ধবী রিয়াকে কেন্দ্র করে অশ্লীল মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। এক নেটিজেন লিখেছেন, রিয়া বাঙালি মেয়েদের জনপ্রিয় করে দিল। এর উত্তরে রিটুইট করে নুসরাত লেখেন, 'তুমি যদি হঠাৎই পৃথিবীতে নেমে আসো তাহলে জেনে রাখা ভালো, বাঙালি তার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির জন্য সবসময়ই বিখ্যাত। গোটা বিশ্বই বাংলার রবীন্দ্রনাথ ও সত্যজিৎকে চেনে। এবার তোমায় আরও বেশি ফেমাস করে দিলাম!'

বাঙালি মেয়েদের সরাসরি আক্রমণ করে আরেকজন লেখেন, বাঙালি মেয়েরা জানেন কিভাবে পুরুষদের উপর আধিপত্য বিস্তার করতে হয়। ওরা মাছ ধরে, তাই বিত্তবান ছেলেদেরও ধরতে জানে। এই অশ্লীল আক্রমণের জবাবও দিয়েছেন নুসরাত। তিনি জানান, 'আমরা বাঙালি মেয়েরা ভালো রান্না করেও তাক লাগিয়ে দিতে জানি। দয়া করে নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। আপনি মনে হয় এখনও বাংলার মাছ, মিষ্টি ও মসলা চোখে দেখেননি।'

অন্য একজন লেখেন, আমিও বাঙালি তবে রিয়াকে সমর্থন করি না। সেই রেশ টেনে অভিনেত্রী জানিয়েছেন, 'কাউকে সমর্থন করে একথা বলছি না। কেউ যদি সত্যিই দোষী হয়, তাহলে আইন তাকে শাস্তি দিবে। ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আশা করছি, খুব শিগগিরই আসল সত্যিটা সামনে আসবে। কিন্তু একজনের জন্য আমি কখনোই সমগ্র বাঙালি জাতির অপমান মেনে নিব না।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন