শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ত্রিমুখী সংঘর্ষে সোনাগাজীর যুবক নিহত

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

অক্টোবর রাতে ফেনীর ট্রাংক রোডে বড় মসজিদের সামনে ত্রিমুখী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সোনাগাজীর ছেলে কাউসার মারা গেছেন। গত শুক্রবার রাতে ঢাকা-কাকরাইল ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
জানা যায়, ওই দিন কাউসার (১৯) ফেনী বড় মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মাথায় ও মুখে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোনাগাজীর নিজ বাড়িতে ছিল। বৃহস্পতিবার রাত থেকে তার অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৫টার দিকে তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু।
কাউসার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের ব্যবসায়ী একরামুল হক সবুজের বড় ছেলে। নিহতের চাচা আতাউল ইসলাম জানান, ঘটনার দিন দোকানের মাল কিনতে কাউছার বিকালে ফেনী এসেছিলেন। মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার সাথে সাথে ত্রীমুখি সংঘর্ষের সময় গুলিবৃদ্ধ হয়ে গুরুত্বর আহত হন।
শুক্রবার রাতে তার লাশ ঢাকা সোনাগাজী পৌর শহরের কাশ্মির বাজার সডকের ভাই ভাই মঞ্জিলের বাসায় আনা হলে কান্নার রোল পড়ে যায়। মা-বাবা পরিবারের বড় ছেলেকে হারিয়ে বাকরুদ্ব। গতকাল শনিবার সকাল ৯টায় পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ১০টায় ভোয়াগ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে আবদুর রাজ্জাক মাষ্টার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন