স্টাফ রিপোর্টার, সাভার থেকে
বন্ধের নোটিশ দেখে সাভার বোতাম তৈরীর একটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্র ভঙ্গ করে দেয়। এসময় আহত হয় অন্তত ৩০ শ্রমিক। শ্রমিকরা কারখানায় ভাংচুরও করে। গতকাল রোববার সকালে সাভার পৌর এলাকার সিআরপি রোডে অবস্থিত ‘ডানা বার্টনস লিমিটেড’ কারখানার শ্রমিকদের উপর পুলিশ লাঠিচার্জ করে। শিল্প পুলিশের পরিদর্শক (ওসি) হারুনুর রশিদ জানান, ডানা বার্টনস কারখানার প্রায় চারশ’ শ্রমিকের বেতন-বোনাস দিয়ে কারখানা ঈদের আগে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে কাজ না থাকায় শনিবার পর্যন্ত (১৫ অক্টোবর) বন্ধ থাকবে তখন নোটিশ দিয়েছিল। পরদিন রবিবার কারখানা খোলা থাকবে। কিন্তু শ্রমিকরা সকালে কারখানায় এসে মূল ফটক তালাবদ্ধ এবং অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ নোটিশ ঝুলানো দেখে ক্ষিপ্ত হয়ে উঠে। তারা বাইর থেকে ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার ভিতরে কাচ ভাংচুর করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে শিমুলতলা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তখন মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েকশ’ যানবাহন। তিনি আরো জানান, পরে খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর যানচলাচল স্বাভাবিক হয়। লাঠিচার্জে ও কাঁদানে গ্যাসের ধূঁয়ায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। শিল্প পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, শ্রমিকদের কাছ থেকে সব শুনে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে পারিনি। তবে শ্রমিকদের থানা অভিযোগ দিতে বলা হয়েছে। মালিক-কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন