শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোদাগাড়ী পৌরসভার নব নির্বাচিত মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাসের শপথ গ্রহন

গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৮:১৮ পিএম | আপডেট : ৯:১৯ পিএম, ৩১ অক্টোবর, ২০২১

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব অয়েজউদ্দীন বিশ্বাস শপথ গ্রহন করেছে। রোববার (৩১অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর আনুষ্ঠিানিকভাবে শপথ পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোঃ আব্দুল মান্নান, গোদাগাড়ী পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ওবাইদুল্লাহ প্রমূখ।

গত ৭ অক্টোবর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অয়েজ উদ্দীন বিশ্বাস নৌকা প্রতিক নিয়ে মেয়র হন। প্রসঙ্গত ২০২১ সালের ১৯ আগস্ট ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু মৃত্যু বরণ করলে মেয়র পদটি শূণ্য হয়। নব নির্বাচিত মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন