মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন প-িত হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতা-কর্মী হাইকোর্ট থেকে গতকাল রোববার জামিন লাভ করেছেন। রোববার হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন প্রদান করেন। জামিনপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল আকন, বাবু শরীফ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মিজান ফরাজী, ধানী সাফা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ ইকবাল মুন্সী, উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, যুবলীগের উপজেলা কমিটির সদস্য ফয়সাল ডিস ও ছাত্রলীগ সদস্য মোঃ বেল্লাল হোসেন। উল্লেখ্য, গত ২৫ জুলাই বিকেলে আওয়ামীলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিতে যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন পন্ডিত বাদি হয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলার প্রধান আসামী রফিউদ্দিন আহমেদ ফেরদৌস হাইকোর্টের জামিনে থাকলেও বাকী ১০আসামী হাইকোর্টের নির্দেশে নি¤œ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন