রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগারে সুজন-সুশাসনের জন্য নাগরিক এই নাগরিক সংলাপের আয়োজন করে। সুশাসনের জন্য নাগরিকের পঞ্চগড় জেলা শাখার সভাপতি একেএম ফজলে নুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা সমবায় অফিসার মো. জামাল উদ্দীন, পঞ্চগড় জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপিত ও বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, এডভোকেট এরশাদ হোসেন সরকার, সুজনের সহ-সভাপতি আবু সালেক, সাবেক অধ্যাপক খাজা মহিউদ্দীন, সাংগঠিনক সম্পাদক রফিকুল ইসলাম রহমান ভুটু প্রমুখ। বক্তারা শুদ্ধাচার কৌশল বিষয় আলোচনা করেন। নাগরিক সংলাপে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, উন্নয়নকর্মীসহ নানা শ্রেণিপেশার নাগরিকবৃন্দ অংশ গ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন