মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জেল হত্যা দিবসে কুবিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৫:৫০ পিএম

জেলহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশ (নন্দী-জুলহাস)।

বুধবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান তারা।

শ্রদ্ধাঞ্জলি শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে পরে শহিদ মিনারেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ন কায়সারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান।

ড. মনিরুজ্জামান বলেন, 'বঙ্গবন্ধুর ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু জানার মধ্যে থাকলে হবে না ধারণ ও করতে হবে। এবং শিক্ষার্থীদেরও এ বিষয়ে উৎসাহিত করতে হবে। জেল হত্যা দিবসে যে চার জন নেতা শহীদ হয় তাদের বিচারের আওতায় আনতে হবে'।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন