শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট, হাজার হাজার মানুষের দূর্ভোগ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১২:২৯ পিএম

দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটের কারণে নোয়াখালীতে দূরপাল্লার হাজার হাজার যাত্রী সীমাহীন দূর্ভোগে পড়েছে।

ডিজেলের মূল্য বৃদ্ধির কারনে পরিবহন মালিক-শ্রমিকদেও ডাকা পরিবহন ধর্মঘটে মূলত: জনজীবন অচল হয়ে পড়েছে। নোয়াখালী অঞ্চল থেকে প্রতিদিন কয়েক শতাধিক বাস দেশের বিভিন্ন জেলায় চলাচল করে থাকে। কিন্তু পরিবহন ধর্মঘটের কারনে হাজার হাজার দূরপাল্লার যাত্রী বিভিন্ন স্থানে আটকা পড়ে আছে।

উল্লেখ্য, ব্যবসায়িক ও অন্যান্য কাজে প্রতিদিন এ অঞ্চলের লক্ষাধিক যাত্রী বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে। কিন্তু দুই দিনের পরিবহন ধর্মঘটের কারনে দূর্ভোগ নেমে এসেছে। অপরদিকে নোয়াখালী-ঢাকা রেলপথে চলাচলকারী একমাত্র আন্ত:নগর উপকূল এক্সপ্রেস ট্রেনের টিকেটও এখন দূর্লভ বস্তুতে পরিণত হয়েছে। আবার কোন কোন স্টেশনে কালোবাজারের রেলের টিকেট বিক্রির অভিযোগ করেছেন ভূক্তভোগী যাত্রীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন