শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে ঈদে কর্মস্থলমুখী ট্রেন যাত্রীদের দুর্ভোগ

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ৫:১৩ পিএম

ঢাকা-গফরগাঁও-ময়মনসিংহ রেল লাইনের ঈদে ঢাকা কর্মস্থল মুখী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার পড়তে হচ্ছে । বিশেষ করে আন্তঃনগর , মেইল ও লোকাল ট্রেনের ঢাকা থেকে গফরগাঁও-ময়মনসিংহ লাইনের যাত্রীদের দুর্ভোগের সীমা নেই ।ট্রেন যাত্রী গফরগাঁও মাহমুদুল হাসান জানান, আন্তঃনগর ট্রেনের টিকেট আসন পাওয়ার পরেও ট্রেনে উঠতে পারছিনা ভীরের কারণে । ফলে বাধ্য হয়ে গফরগাঁও থেকে ঢাকা সড়ক পথে কষ্ট করে আসতে হয়েছে । অন্য দিকে গফরগাঁও থেকে ময়মনসিংহসহ অন্যান্য স্থানে বেসরকারী মেইল বলাকা , জামালপুর কমিউটার ও মহুয়া ট্রেনের বরাদ্ধ কৃত আসন ঈদের আগে ও পরে কয়েক দিনের জন্য বাতিল করে দেয় বেসরকারী ট্রেন পরিচালনা কৃতর্পক্ষ ।এতে গফরগাঁওয়ের ট্রেন যাত্রীদের ঈদের সময়ে ময়মনসিংহে দাড়িঁয়ে যেতে । এটা হচ্ছে সর্ম্পুণ অবিচার যাত্রীদের উপর । এধরনের হঠকারী সিদ্ধান্ত বাতিল করা হলে ঈদের আগে পরের যাত্রীদের উপকার হবে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন