গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ী পদ্মার ধাওয়াপাড়া ঘাট, গোদার বাজার ও মেছোঘাটা এলাকায় নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে গতকাল সোমবার সকালে ২১ জেলেকে আটক করেছে র্যাব। সেই সাথে ১ লক্ষ মিটার জাল ও ৫৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। র্যাব-৮ ফরিদপুরের কম্পানি কমান্ডার মোঃ হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পদ্মায় নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ২১ জেলেকে আটক করা হয় সেই সাথে ১ লক্ষ মিটার জাল ও ৫৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ কৃত মাছ শহরের বিনোদপুর এতিম খানায় প্রদান করা হয়েছে আর জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরে আটককৃতদের রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নুর মহল আশরাফির ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তিনি আটক কৃত ২১ জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫ এর (১) ধারা মোতাবেক বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন