মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে চেয়ারম্যান পদের প্রার্থী জাকির হোসেন জমাদারের সমর্থকদের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সাংবাদিক সহ ১০জন আহত হয়েছে। এসময় ৩০টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। গতকাল শনিবার সকালে তালতলা বাজারে এঘটনা ঘটে এবং এঘটনায় গুরুতর আহত নাঈম জমাদার(২৭), ফাইজুল ইসলাম(৩২),বি.এম জুবায়ের(২৬) ও সিয়ান মাহমুদ(৩০) ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের খান(৪৫)কে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এঘনায় পুরো ইউনিয়নে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন