শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গোলন্দাজ ইউনিটের মহড়া চালালো উ. কোরিয়া

নিষেধাজ্ঞা প্রত্যাহারে চীন-রাশিয়ার প্রস্তাবের বিরোধিতা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

উত্তর কোরিয়ার তার নিজের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে গোলন্দাজ ইউনিটের মহড়া পরিচালনা করেছে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে সামরিক মহড়া শুরুর কয়েক দিন পর উত্তর কোরিয়া এই মহড়া চালালো। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ রোববার জানিয়েছে, শনিবার দেশের সামরিক বাহিনী গোলাবর্ষণের প্রতিযোগিতা চালিয়েছে। সামরিক বাহিনীর ভ্রাম্যমান গোলন্দাজ ইউনিটের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া কয়েক দফায় নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যার মধ্যে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রও রয়েছে। উত্তর কোরিয়ার এইসব ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির কারণে দেশটি জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আওতায় রয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানিয়েছে, গত সোমবার থেকে ওয়াশিংটন এবং সিউল পাঁচদিনের বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করে। এতে অংশ নিয়েছে অন্তত ২০০টি যুদ্ধবিমান। উত্তর কোরিয়া এ ধরনের মহড়ার বিরুদ্ধে বারবার আপত্তি করা সত্তে¡ও আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া এই যৌথ মহড়া চালালো। অপরদিকে, উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে চীন ও রাশিয়া যে উদ্যোগ নিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাস হয়েছে ওয়াশিংটন সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নে বিশ্বাসী। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ওয়াশিংটন পিয়ং ইয়ংয়ের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের সবগুলো প্রস্তাবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। তবে তিনি একথাও বলেছেন, ক‚টনৈতিক উপায়ে উত্তর কোরিয়া সংকটের অবসান চায় আমেরিকা। প্রাইস এমন সময় এ বক্তব্য দিলেন যখন উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যে চীন ও রাশিয়া স¤প্রতি একটি প্রস্তাবের খসড়া নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠিয়েছে। গত সোমবার ওই খসড়ার বিষয়বস্তু জানতে পেরেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশকে বলেছে, উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের জীবন ও জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি। রয়টার্স, বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন