শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায় : নেটিজেনদের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ২:১২ পিএম

এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিচ্ছে ভারত। ইতোমধ্যেই গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের আগে ভারতের এই বিদায় নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা। ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করছে।

নিজেদের শেষ আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। এ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে আগেই সেমিতে পৌছে গিয়েছিল পাকিন্তান। দ্বিতীয় দল হিসেবে গেল কিউইরা। এদিকে আফগানরা হেরে যাওয়ায় ভারতের সেমিতে যাওয়ার সব আশার সমাপ্তি ঘটেছে।

নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। তবে নামিবিয়ার বিরুদ্ধে এখন শুধুই নিয়মরক্ষার ম্যাচ।

রাসেল খানিএ প্রসঙ্গে ফেইসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ভারত বিদায়ের মধ্য দিয়ে ক্রিকেটের সৌন্দর্য বৃদ্ধি পাবে এই টুর্নামেন্টে।’

রাকিবুল কাওসার চৌধুরী লিখেছেন, ‘অহংকার পতনের মূল!’

এনামুল ইসলাম আমনের আশাবাদ, ‘ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ থেকে অকালে ঝরে পড়ে বিদায় নেয়াটা বেদনাদায়ক। তাদের জন্য শোকাহত হৃদয় নিয়ে সহানুভূতি জ্ঞাপন করছি। আশা করছি, অচিরেই তারা নতুন রুপে ফিরে আসতে পারবে, হারানো ফর্মে।’

এসকে সোহেল খান লিখেছেন, ‘এই প্রথম ভারত মনে হয় বাংলাদেশের দিকে সত্যিকারের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, দুই বন্ধুই প্রথম রাউন্ডে মিলিমিশ করে বাড়ি চলে আসলো! মানবতা এখনো মরে নি।’

কাজী নাজমুল হাসান লিখেছেন, ‘বন্যরা বনে সুন্দর, টাইগাররা সুন্দর মিরপুরে! আর ভারত সুন্দর আইপিএলে! খেলা যার যার ভারত হারলে উৎসব সবার!’

দেবব্রত দাশগুপ্ত মেনে করেন, ‘সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। লজ্জার কী আছে? এ তো খেলা, জয় পরাজয় আছেই। পরের বার ঠিক জানি এই ভারতই চ্যাম্পিয়ন হবে, শুধু একটু সময়ের অপেক্ষা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন