শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মহান বিজয় দিবসে সোশ্যাল মিডিয়ায় যা বলছেন নেটিজেনরা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ৮:৪১ এএম

আজ ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের আজকের এই দিনে দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো আজ। সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায়ও এ বিষয়ে নানা কথা লিখছেন নেটিজেনরা।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লিখেছেন, ‘১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা বোনদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘সত্যি বলতে কি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই উৎসব আয়োজন আমাকে হতাশ করেছে। একটি জাতির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিশাল ব্যাপার। আয়জনের বিশালতা, বৈচিত্র, আমেজের ব্যাপ্তি যেমন হওয়া উচিৎ তার কোন কিছুই চোখে পড়ছে না এবার। আর দশটা বিজয় দিবসের থেকে এই বিজয় দিবসের পার্থক্য শুধু এটুকুই যে, ভারতের রাষ্ট্রপতি এসেছেন এবং কয়েকটি দেশের সেনা কন্টিনজেন্ট কুচকাওয়াজে মার্চ পাস্ট করবে। এমনকি হাসিনা সরকারের আমলেই স্বাধীনতার রজতজয়ন্তী আয়োজনে যেই বিশালতা ছিল তার ধারে কাছেও এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যাচ্ছে না। সকলের মনে থাকবার কথা আমাদের স্বাধীনতার রজতজয়ন্তী তে বিশ্বের জননন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা, ইয়াসির আরাফাত এবং টার্কিশ প্রধানমন্ত্রী সুলেমান ডেমিরেল বাংলাদেশ সফর করেছিলেন। তবুও জাতি হিসেবে, জাতির সদস্য হিসেবে, এই সুবর্ণ জয়ন্তী আমার কাছে গৌরবের। যারা ভবিষ্যৎবাণী করেছিল, স্বপ্ন দেখেছিল 'খন্ডিত পাকিস্তান' বেশি দিন টিকে থাকতে পারবে না, তারা ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশ টিকে আছে ৫০ বছর, টিকে থাকবে শত বছর পেরিয়েও মাথা উঁচু করে.. সবাইকে বিজয়ের শুভেচ্ছা..’

শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল লিখেছেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

সাংবাদিক মাহাদী হাসান শিমুল লিখেছেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন ২০২১ সালের ১৬ ডিসেম্বর. . . . . ভালবাসি বাংলা. . .’

মুহাম্মদ ইমরান হোসাইন লিখেছেন, ‘আজকের এই মহান বিজয় দিবসে বিনয়াবনত চিত্তে শুকরিয়া জানাই আল্লাহর দরবারে এবং বিজয়ের কারিগর সকল শহীদের প্রতি জানাই হৃদয় নিংড়ানো দু’আ, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।’

শাহিনুর রহমান লিখেছেন, ‘বিজয়ের ৫০ বছর..... ১৬ ডিসেম্বর ২০২১। যাদের আত্মত্যাগে আমাদের এই বিজয় সেইসব বীর শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন