রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে এনা পরিবহনের একটি বাসের ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে যাওয়ার দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই ছবিটি শেয়ার করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাসটি উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসের ওপরে উঠে যায়। বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।
ছবিটির ক্যাপশনের সমালোচনা করে এম রহমান লিখেছেন, ‘‘শুধু এনা গাড়ি নয়, দূর পাল্লার যত বাস চলাচল করে সকল ড্রাইভারই মনে করে যে, সে মিগ ২৯, এফ ৩০, এফ৩৫ জঙ্গী বিমান চালাচ্ছে। ওদের কাছে সাধারণ মানুষের জীবনের কোন মূল্য নাই, একটি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেলে পুরো পরিবার টার কি অবস্থা হয় ওরা তা মোটেও চিন্তা করে না। কঠোর আইন চাই, এবং আইনের বাস্তবায়ন চাই।’’
মুক্তার হোসাইন খান জুয়েল লিখেছেন, ‘‘‘আমি এনা পরিবহনের একজন রেগুলার যাত্রি, ড্রাইভারগুলি এত ফালতু ভাবে বাস চালায়!!হাইওয়েতে ড্রাইভারদের কিছু বলাই যায় না, এদের এমন একটা ভাব রাস্তাঘাটে অন্য গাড়ি ঘোড়া ওদের চোখে পড়ে না, ঢাকা শহরের ভিতরে এ ধরনের দুর্ঘটনা কিছুতেই মেনে নেয়া যায়, কত বেপরোয়া গতিতে গাড়ি চালালে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে।এনা পরিবহন বন্ধ হোক এটা সময়ের দাবি।’’
মাহফুজ আহমেদ লিখেছেন, ‘‘ঢাকা সিটির ভিতর কি পরিমান গতিতে চলছে সে, যে ডিভাইডার ভেঙে অন্য প্রান্তে চলে গেছে, এই পরিবহনটা অনেক ফালতু, কিছু দিন পর পরই এরকম করে। এর তদন্ত করে বিচার করা দরকার,,,,।’’
সামায়রা নুর লিখেছেন, ‘‘ঢাকা সিটিতে বাস ড্রাইভারা অনেক বেপরোয়া ভাবে গাড়ি চালাই, জান নিরাপত্তা নেই,,যদি ভালো কোন ব্যাবস্তা না নেই দূর্ঘটনার মাত্রা বেড়ে যাবে,,জানি বলেও লাভ নেই বাট রাস্তায় আমাদের পরিবার পরিজন যেতে হয় দুচিন্তা নিয়ে আল্লাহর উপর তাদের যেতে দিতে হয়।’’
নির্বাচনী প্রচারণা শুরু করলেন তৈমুর, সমর্থকদের ঢল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী অ্যাডঃ তৈমুর আলম খন্দকার হাতি মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।ভিডিওটি ধারণ করেন মতিউর
নৌকা প্রতীক নিয়ে প্রচারণা শুরু করলেন আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন। মঙ্গলবার ভিডিওটি ধারণ করেন মতিউর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন