শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দিন দুপুরে মো. বারেক শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের নাম বারেক শেখ সে তার পিতার নাম মোস্তফা শেখ। তিনি উপজেলার রংমেহার গ্রামে ভাড়া বাসায় প্রায় ১৫ বছর ধরে বসবাস করে আসছেন। তার দেশের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি হাসাইল বানাড়ী ইউনিয়ন পরিষদের সহকারী উদ্যোক্তা ও একই ইউপির ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং অফিসের ম্যানেজার ছিলেন বলেও জানা গেছে। জানা যায়, গত রোববার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে তৌলকাই বলই’র মাঝামাঝি স্থানে পৌছালে তিনজন মোটরসাইকেল করে এসে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে তাকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে টংগিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন