শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

পুনরায় চালু দক্ষিণ কোরিয়ার ভিসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৪:৪৫ পিএম

দক্ষিণ কোরিয়াগামীদের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে। এই বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদকে জানিয়ে কোরিয়ান রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেন, স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ কোরিয়ায় গমনেচ্ছুদের ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন চালু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে তারা দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণ ও দক্ষতার মানোন্নয়ন, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং দু-দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহাদ্য-সম্প্রীতি নিয়ে আলোচনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেনসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Rakib Hasan ২৫ অক্টোবর, ২০২২, ২:২০ এএম says : 0
I want visa
Total Reply(0)
Rakib Hasan ২৫ অক্টোবর, ২০২২, ২:২০ এএম says : 0
I want visa
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন