ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রমেশন অব রাইটস অব এথনিক মাইনেরিটি দলিত ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) সমতলের উপজাতিদের পৃথক ভূমি কমিশনের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইএসডিওর উদ্যোগে গত ৯ নভেম্বর দুপুরে পৌরশহরে যাত্রী ছাউনি মোড়ে র্যালি শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন সাবেক এমপি সাবেক অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যাপক ক্রিড়াবিদ তাজুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজাতি চেয়ারম্যান শুগাম্রূমূ, উপজাতি নেতা কবিরাজ ম্রূমু প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবিরকে স্মারকলিপি প্রদান করে উপজাতি নেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন