পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে শুরু হচ্ছে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা। পল্টন ময়দানে শুরু হওয়া ওয়ালটন-ডিআরইউ সিক্স-এ সাইড ক্রিকেটের এবারের আসরে ৫২টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। দলগুলো আট গ্রুপে ভাগ হয়ে নকআউট পদ্ধতিতে খেলবে। গ্রুপ পর্ব শেষে সেরা আট দলকে নিয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। শেষ আটের লড়াইয়ের পর শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। আর সেমির সেরা দুই দল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচ। মঙ্গলবার দুপুরে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত দাড়িয়া ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ড্র অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন