সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন উইলস লিটল ফ্লাওয়ারের প্রিন্সিপাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৯:১২ পিএম | আপডেট : ৯:২০ পিএম, ৯ নভেম্বর, ২০২১

শিক্ষকদের আন্দোলনের মুখে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আবুল হোসন পদত্যাগ করেছেন। ঢাকা জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি। মঙ্গলবার প্রায় দিনভর ‘অযোগ্যতার’ অভিযোগে অধ্যক্ষ মো. আবুল হোসেনকে অপসারণের দাবিতে আন্দোলন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা।

একপর্যায়ে আন্দোলনের মুখে বাধ্য হয়ে রাতে পদত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ বিষয়ে আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ এবং কোনো সরকারি কর্মকর্তাকে সভাপতি করে বিশেষ পরিচালনা পরিষদ গঠনসহ কয়েকটি দাবিতে দিনভর আন্দোলন করেন শিক্ষক-কর্মচারীরা। ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক-কর্মচারীবৃন্দ’ ব্যানারে তারা রাজধানীর কাকরাইলে শিক্ষা-প্রতিষ্ঠানটিতে কর্মসূচি পালন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন