শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নায়ক থেকে খলনায়ক জর্ডান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে ৬ উইকেট। উইকেটসংখ্যায় ক্রিস জর্ডানকে বিচার করলে ভুল হবে। টি-টোয়েন্টিতে উইকেট নেওয়াটাই তো সব নয়। শেষের ওভারগুলোয় তার ইয়র্কার কতটা ভয়ংকর, সেটি টের পেয়েছে অস্ট্রেলিয়া। দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন জর্ডান, হয়েছিলেন ম্যাচসেরাও। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮তম ওভারে ৪ রান দিয়ে ইংলিশ পেসার নেন ১ উইকেট। তবে সেই জর্ডানকেই এবার দেখতে হলো মুদ্রার ওপিঠ।

গতপরশু আবু ধাবিতে প্রথম সেমিফাইনালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠতে হাতে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৪ বলে ৫৭ রান। জিমি নিশামের ৩ ছক্কায় ১১ বলে ২৭ রানের ক্যামিও কিউইদের জোগায় বিশ্বাস। ঐ সময় বোলিংয়ে আসেন আসরজুড়ে আস্থার প্রতিদান দেয়া জর্ডান। তবে এবার আর ভাগ্য সহায় ছিলনা তার। নিশামের ঝড়ে জর্ডানের ৮ বলের এক ওভারে দুই ছক্কা, এক চার আর দুটি ডাবলসে আসে ২৩ রান! মুঠোবন্দী ম্যাচটি ওখানেই হাতছাড়া হয় ইংল্যান্ডের। নায়ক থেকে খলনায়ক বনে যান জর্ডান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন