শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সড়ক ভেঙে মিনি খাল, জনভোগান্তি চরমে

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা

জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের দীঘলকান্দি থেকে জিল বাংলা সুগার মিলে যাতায়াতের রাস্তাটি বন্যায় ভেঙে যায়। এতে করে ওই এলাকাবাসী সহ দুই উপজেলার জন সাধারণের পথ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কটি জিল বাংলা সুগার মিল ও মলমগঞ্জ বাজারে যাতায়াত করার একমাত্র সড়ক। গেল বন্যায় ভেঙে যাওয়ায় সুগার মিলে চিনি পরিবহনকারী গাড়িসহ যানবাহন ও জনসাধারণকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। স্থানীয়রা জানান, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হলেও সব সময় জিল বাংলা সুগার মিল কর্তৃপক্ষ মেরামত ও সংস্কার করে থাকে। জিল বাংলা সুগার মিলের প্রকৌশলী গোলাম রব্বানী জানান, প্রায় ছয় মাস আগেও সড়কটি সাত লাখ টাকা ব্যয়ে মেরামত করা হয়েছে। বর্তমানে জিল বাংলা সুগার মিল কর্তৃপক্ষের এ রাস্তাটি মেরামতের জন্য বাজেট না থাকায় আপাতত মেরামত করা সম্ভব হচ্ছে না। ফলে সড়কটি সংস্কার করার জন্য জনসাধারণ স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন