শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মেট্রোরেলের মালামাল চুরি, ৬ জনকে গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ২:৪৬ পিএম

রাজধানীর তুরাগ এলাকা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চুরি করা ৮৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহাসহ একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব ৪ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তুরাগ নতুন বাজার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার র্যা ব-৪ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার চোর চক্রের সদস্যরা হচ্ছে— কুষ্টিয়ার হাবিবুর রহমান (৩০), যশোরের মারুফুল ইসলাম (৩৭), কুমিল্লার বোরহান উদ্দিন (৪৫),কিশোরগঞ্জের সুরুজ (৫০), ঢাকার রুবেল (৩৩), নেত্রকোনার জহিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরষ্পরের যোগসাজসে তারা দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রোরেল প্রকল্প ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ন প্রকল্পের অব্যবহৃত লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা একটি বিশেষ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সঙ্গেও জড়িত। তারা চোরাই করা লোহা, ইস্পাত, তার, মেশিন বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করত।

গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন