নওগাঁর মহাদেবপুরে এ্যাথলেটিকস ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে ও শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উপজেলার সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ৩শত ৫০জন শিক্ষার্থীরা বিস্কুট খেলা, বালিশ খেলা, কানামাছি, মোরগ যুদ্ধ, দৌড়সহ বিভিন্ন হারিয়ে যাওয়া গ্রামীণ খেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমদুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছলিম উদ্দিন তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন তরফদার প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন