রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শিক্ষামন্ত্রীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির অভিনন্দন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৭:২৬ পিএম

ইউনেস্কোর এসডিজি- ৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান।

এক অভিনন্দন বার্তায় ভিসি বলেন, 'এরূপ গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় এসডিজি-৪ এর মূল লক্ষ্যপূরণে তিনি বৈশ্বিক পরিম-লে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। দক্ষ নেতৃত্ব দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভূক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তাঁর কাজ করার সুযোগ আরও বৃদ্ধি পাবে।'

ভিসি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'বৈশ্বিক আকাক্সক্ষক্ষা বিবেচনায় এসডিজি-৪ এর লক্ষ্যমাত্রার বিষয়ে শিক্ষামন্ত্রী নিজ নিজ দেশের অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলি সমাধানে এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।'

তিনি আরও বলেন, 'শিক্ষামন্ত্রীর এরূপ স্বীকৃতির পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিশ্বব্যাপী তাঁর সমাদৃত অবস্থান গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।'

গত ১০ নভেম্বর ইউনেস্কোর সদর দপ্তরে হাই লেভেল সেগমেন্ট অফ-২০২১ গ্লোবাল এডুকেশন মিটিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ইউনেস্কোর এসডিজি- ৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত করা হয়। এসডিজি- ৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগিতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন