শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মেম্বরকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার দিনাগত রাত প্রায় ১১টার দিকে লক্ষীপুর বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে গোবিন্দরপুর মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। তিনি গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। এছাড়াও তিনি সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। জানা যায়, লক্ষ্মীপুর বাজার থেকে রুহল আমিন নামের এক ব্যক্তির সাথে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেয় আ. রউফ। পথে নির্মানাধীণ ব্রিজের নিকট মোটরসাইকেল থেকে নেমে হেঁটে পার হওয়ার সময় অতর্কিতভাবে আরিফ নামে এক যুবক মাথায় লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন