পটিয়া সদরে আরাকান সড়কে শাহচান্দ আউলিয়া মাজার গেইট থেকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১’র অফিস পর্যন্ত, কয়েক কিলোমিটার পথে রাস্তার দুপাশে রয়েছে সুন্দর ফুটপাত ব্যবস্থা। যেখানে অনায়াসেই মানুষ চলাফেরা করতে পারবে। কিন্তু না, তা হয়ে উঠে না। কারণ, ফুটপাতের পাশের দোকানদাররা তাদের দোকানের মালামালেই দখল করে রেখেছে ফুটপাতের অনেকটা, ফলে ফুটপাতে চলাচল করতে মানুষের অসুবিধা হয়। অনেক সময় ফুটপাত থেকে নেমে রাস্তার পাশ ঘেঁষে কিছু পথ পাড় হতে হয়। পটিয়াতে প্রতিনিয়তই হাজার হাজার মানুষকে এ অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই পটিয়া পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দীর্ঘ কয়েক কিলোমিটারের এ ফুটপাত দখলমুক্ত করে, মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম করতে হবে।
সমাজকর্মী, পটিয়া, চট্টগ্রাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন