পাবনা সদর উপজেলার চরভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গতকাল সোমবার দিনগত রাতে পাবনা সদর থানার হেমায়েতপু ইউপির চর ভবানীপুর গ্রামে অভিযান চালায় জেলা গোয়েদা পুলিশ। অভিযানে দেশি বিদেশি ৩টি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩৭) ও তার ছোট ভাই মান্নু বেপারী (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে অপরাধ ও অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গতকাল সোমবার রাতে পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে চর ভবানীপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল ও পিস্তলের চার রাউন্ড গুলি এবং দুইটি দেশিয় তৈরি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড কার্তুজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন