নৌকার প্রার্থী পরাজিত হওয়ায় নির্বাচনী খরচের পুরো টাকা ফিরিয়ে দিতে হলো বিএনপির সভাপতি তবিবুর রহমানকে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে।
১১ নভেম্বর সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি পটুয়াপাড়া গ্রামের তবিবুর রহমান তবি নির্বাচনী খরচ বাবদ নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক আশরাফ আলীর কাছ থেকে ১ লাখ টাকা নেন। তিনি এছাড়াও স^তন্ত্র প্রার্থী প্রিন্স আহম্মেদের(আনারস) কাছ থেকেও নির্বাচনী খরচ বাবদ ৭০ হাজার টাকা নেন। তিনি তাদের দু’জনের কারোরই পক্ষে কাজ না করে আরেক স্বতন্ত্র প্রার্থী শাহজান আলীর (চশমা) পক্ষে কাজ করেন। পরে নির্বাচনে হেরে যাওয়ায় এই দুই প্রার্থীর কাছ থেকে নেওয়া টাকা তাকে ফেরত দেয়া লেগেছে।
গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শামীমুর রহমান জানান, নৌকা মার্কার ভোটের কথা বলে ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমান তবি ১ লাখ টাকা নেন। অথচ নির্বাচনে তার পক্ষে কাজ না করে ৩ লাখ টাকার বিনিময়ে চশমা মার্কার পক্ষে কাজ করেন।
হযরত আলী নামে আরেক ব্যক্তি জানান, একই ব্যক্তি আনারস মার্কার পক্ষে কাজ করার কথা বলে তার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু কাজ না করার কারনে তাকেও টাকা ফেরত দিয়েছেন।
বিএনপির সভাপতি তবিবুর রহমান জানান, কোন প্রার্থীর সাথে তার টাকা লেনদেনের ঘটনা ঘটেনি। বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। অর্থ লেনদেন তো দুরের কথা তাদের কারো সাথে আমার যোগাযোগই হয়নি।
নৌকা মার্কার পরাজিত প্রার্থী অধ্যাপক আশরাফ আলী মোবাইলে জানান, এ বিষয়ে কথা না বলাই ভালো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন