কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসাধারণের নৌ-চলাচলের খাল ভরাট করে মার্কেট নির্মাণের চেষ্টা চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাবাড়ী ইউনিয়নে কদমবাড়ী-কালিগঞ্জ রাস্তার উত্তরপাশে খালটি ড্রেজার দিয়ে বালু ভরাট করে মার্কেট নির্মাণের পরিকল্পনা করছে ওই এলাকার শুকুমার গাইনের ছেলে নিরোদ গাইন, মুকন্দ গাইনের ছেলে গোপাল গাইন ও নরেন গাইন। স্থানীয়রা জানিয়েছেন, খালটির মালিকানা দাবি করে নিরোদ গাইনেরা? সে কারণে তারা ভরাট করে মার্কেট নির্মাণের পরিকল্পনা করছেন। কলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, ওখানে ইউনিয়ন পরিষদ ও সরকারি রাস্তার জমি রয়েছে পরিমাপ ছাড়া সীমানা নির্ধারণ করা সম্ভব নয়। কলাবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এটা কলাবাড়ী মৌজার খাল নয়। উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন জানান, বিষয়টি আমি দেখতেছি। স্থানীয়দের অভিযোগ, খালটি বন্ধ হয়ে গেলে কৃষিপণ্য, পরিবহন ও জনসাধারণের চলাচলের চরম সমস্যার সৃষ্টি হবে। তবে এ ব্যাপারে নিরোদ গাইনদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন