ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গতকাল বুধবার সকালে ঘাটাইলের ধলাপাড়ায় মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। ধলাপাড়া বণিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। জানা যায়, গত সোমবার ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজার এলাকায় আ.লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ জারি করে স্থানীয় প্রশাসন। ১৪৪ ধারা ভঙ্গ করে আ.লীগের দু’গ্রুপ পাল্টাপাল্টি মিছিল করলে পরবর্তীতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ধলাপাড়া বাজার এলাকায় বিভিন্ন দোকানপাট এবং ৩/৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকালে ধলাপাড়া বণিক সমিতি ঘাটাইল-সাগরদীঘি সড়কে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ধলাপাড়া বণিক সমিতির সভাপতি আবদুস ছামাদ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ক্ষুদ্র ব্যবসায়ী শাহাদৎ হোসেন, আঃ কাদের, ঠা-ু মাস্টার, আলী আজম, খসরু মিয়া, মতিউর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তি দাবি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন