রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : আহত ২

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার কোটালীপাড়া-পয়সারহাট সড়কে মেরী সিনেমা হলের পূর্বপাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বুলবুল দাড়িয়া (৩৪) ও হিমাংশু বাড়ৈ (৩৮) আহত হয়। আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বুলবুল দাড়িয়ার অবস্থা সংকট জনক হওয়া রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই কোটালীপাড়া থানায় পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালে আহত বুলবুল জানায় হিমাংশুদের সাথে পুকুর পাড়ের জায়গা নিয়ে বিরোধ ছিল কিন্তু সেটা বিগত ৪ বছর পূর্বে স্থানীয় সালিশ সুজা ঘরামী, হানিফ দাড়িয়া, ফায়েক মিয়াসহ আরো অনেকে মীমাংসা করে দেয়। এরপর হিমাংশুরা সালিশদের সিদ্ধান্ত অমান্য করে আমাদের জায়গায় লাউ গাছ রোপণ করে দখলের চেষ্টা করে। মঙ্গলবার দিন সকালে এটার আমি প্রতিবাদ করি তখন অনিল রায় দুই পক্ষকে শান্ত থাকতে বললে আমি বাড়ি চলে আসি। এর কিছুক্ষণ পর পশ্চিমপাড় হতে ভ্যান যোগে ঘাঘর যাওয়ার উদ্দেশে রওনা দিয়ে সিনেমা হলের পূর্বপাশে পৌঁছলে বাগান উত্তর পাড়া গ্রামের গবিন্দ বাড়ৈর ছেলে হিমাংশু বাড়ৈ, শচীন বাড়ৈ, আলিঠাপাড়া গ্রামের টুকু মিয়ার ছেলে মঞ্জুর মিয়া, রফিক মিয়া কিছু বুঝে উঠার আগেই দেশী অস্ত্রসস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। অপরদিকে শচীন বাড়ৈ জানায় আমাদের রোপণকৃত গাছ বুলবুলদের লোকজন তুলে নিয়ে যায় এ ঘটনায় আমরা দুই ভাই থানায় অভিযোগ করে ফেরার পথে একই গ্রামের সালাম দাড়িয়ার ছেলে বুলবুল দাড়িয়া, টুটুল দাড়িয়া, জাকির দাড়িয়া আমাদের হামলা চালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন