শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মেডিক্যাল চেকআপ ও ঘুরাঘুরির জন্য সিঙ্গাপুর গেছেন ডিপজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ৫:০১ পিএম

মেডিক্যাল চেকআপের জন্য স্বপরিবারে সিঙ্গাপুরে গেছেন ঢাকাই ছবির প্রতাপশালী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বুধবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি। ডিপজলের সঙ্গে স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। সিঙ্গাপুর ও ব্যাংককে মেডিক্যাল চেকআপের জন্য তার এ যাত্রা। ডিপজলের পারিবারিক সূত্রে জানা যায়, তারা দেশের বাইরে ১০ থেকে ১২ দিন কাটাবেন।

ঢাকা ত্যাগ করার আগে ডিপজল তার ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেন—‘পরিবার নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। তারপর ব্যাংককে মেডিক্যাল চেকআপ করে দেশে ফিরবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

কয়েক মাস আগেই শারীরিক পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল ডিপজলের। কিন্তু ভিসা জটিলতার কারণে তা আটকে ছিল। গত ১৭ অক্টোবর ডিপজল জানিয়েছিলেন অজানা কারণে আটকে আছে তার ভিসা।

তখন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘ভিসার জন্য আবেদন করেছি। তবে ভিসা পেতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে, বুঝতে পারছি না। করোনা পরিস্থিতির কারণে এটা হওয়া অস্বাভাবিক কিছু না। করোনার দুই ডোজ টিকাও নিয়েছি। আশা করি, সিঙ্গাপুর অ্যাম্বাসি দ্রুতই আমাকে ভিসা দিয়ে সহযোগিতা করবেন।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি সিঙ্গাপুরেই চেকআপ করাতে চাই। সেখানকার চিকিৎসা প্রক্রিয়া আমার ভালো লেগেছে। তারা খুব ভালো চিকিৎসা করেছেন। এখন আমার জরুরি চেকআপ করা প্রয়োজন।’

চার বছর আগে হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করান অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সে সময় তার হার্টে রিং পরান চিকিৎসকরা। সুস্থ হয়েও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। তবে করোনা সংকটের কারণে গত দুই বছর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেননি ডিপজল। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ায় পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে গেলেন এই অভিনেতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন