আন্তঃজেলা ডাকাত দলের সরদার এসমাইল গাজীকে(৫০) আজ রবিবার ভোরে বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়ি থেকে ৪ রাউন্ড গুলি ও দেশী অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানার এসআই নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে ১০-১২ জন পুলিশ তাকে গ্রেফতার করে। এসমাইল ডাকাত দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। ঘটনার দিন ভোর রাতে তিনি বাড়িতে আসেন। তার বিরুদ্ধে বাউফল থানা ও পটুয়াখালী কোর্টে ডাকাতি, বিস্ফোরক ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
এসমাইল ডাকাত গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মধ্যে সস্তি ফিরে এসেছে।
বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ এসমাইল ডাকাতকে গ্রেফতার করায় আমি মনে করি বাউফল থানা পুলিশের একটি বিশাল সফলতা।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন