শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৯:০৭ এএম

গাজীপুরে তাকওয়া পরিবহনের একটি বাসের ভেতর ডাকাতি ও এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এমন অভিযোগে ৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। জব্দ করা হয়েছে বাসটি।

শনিবার (৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটেছে। ভুক্তেভোগী নারীর স্বামী বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।‌‌

পুলিশ জানায়, সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস থেকে ভিকটিম নারী তার স্বামীর সঙ্গে তাকওয়া পরিবহনের একটি বাসে করে শ্রীপুর যাচ্ছিলেন। বাসটি চান্দনা চৌরাস্তায় পৌঁছালে অপর একটি তাকওয়া পরিবহনের তিন জন স্টাফ ভিকটিমকে বহনকারী বাসটিতে ওঠেন।

এক পর্যায়ে তারা ভিকটিমের স্বামীকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে বাস থেকে নামিয়ে দেয়। পরে তারা বাসের ভেতর জোরপূর্বক ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করে। বিষয়টি পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে এবং বাসটি জব্দ করে।

তবে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভিকটিমের পরিবার কোনো বক্তব্য দিতে রাজি হননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন