শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

এবাদতখানা উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

রাউজান হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এবাদতখানা নির্মাণ শেষে গতকাল রোববার দুপুরে উদ্বোধন করা হয়। কলেজের নিচতলায় এবাদতখানা উদ্বোধন করেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। এ সময় মুনাজাতে অংশ নেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি এসএম বাবর, আ.লীগ নেতা আলহাজ মাহবুবুল আলম, অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শামসুল আলম, তহিদুল আনোয়ার বাবুল, সবুজ বড়ুয়া, কলেজের সহকারী অধ্যাপক বিকিরণ বড়ুয়া, মুহাম্মদ আবদুল মান্নান, বজলুর রহমান, মঈনুল ইসলাম, সিনিয়র প্রভাষক আবদুল জাব্বার, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ ফারুক, প্রভাষক মঈনুল আমীন আশিক প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন। পরে উপজেলা চেয়াম্যান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাস্ক প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন