শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

রাজধানীর বাড্ডায় চালককে অজ্ঞান করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চালককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের নাম জুরান আলী। গত শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

বাড্ডা থানার এএসআই জুয়েল জানান, শনিবার রাতেই আফতাবনগর এলাকা থেকে চালককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রেফার করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিছুই পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা সবই খোয়া গেছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসার উদ্দিনের ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন