মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে। সোমবার রাত ৩টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর মোড়ে ছিনতাই করার সময় ২টি সিএনজি অটোরিকশাসহ তাদের আটক করা হয়। জানা যায়, সোমবার রাতে সিরাজগঞ্জের দিয়ার ধানগড়া এলাকার সিএনজি অটোরিকশাচালক শরিফের অটোরিকশা যাত্রী হিসেবে উঠে ৩ ছিনতাইকারী। কৌশলে তারা সিএনজি অটোরিকশাটি উল্লাপাড়ার শাহজাহানপুর এলাকায় নিয়ে এসে চালককে মারপিট করে অটোরিকশাটি ছিনতাই করে নেয়। এ সময় ওই চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারীকে আটক করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী একই এলাকায় আরেকটি সিএনজি অটোরিকশায় অবস্থানকারী অপর ৩ ছিনতাইকারীকে তাদের ব্যবহৃত অটোরিকশাসহ আটক করে। আটককৃত ছিনতাইকারীরা হচ্ছে- সিরাজগঞ্জের কামারখন্দ থানার চরধোপাকান্দি গ্রামের ভাসান, ইমরান হোসেন, ইমরান, শেরপুরের শ্রীবর্দি গ্রামের দেলোয়ার, পাবনার সুজানগর থানার চিনাখড়া গ্রামের রোমান এবং ঠাকুরগাঁও সদরের মোল্লাপাড়া গ্রামের আনিস। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন