মীরসরাই উপজেলার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে শীতকালীন ফসলের বীজ ও সার গতকাল প্রদান করা হয়েছে।
২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন মুগ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিসে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন। উপজেলা কৃষি অফিস জানায়, ১০৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পর্যায়ক্রমে শীতকালীন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন