শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

খালেদা জিয়া’র মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবী

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১০:১৬ পিএম

কেন্দ্রীয় বিএনপিকে সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার আহবান জানিয়ে বক্তারা বলেন, স্বৈরশাসক আওয়ামীলীগের বিদায় না হলে বেগম খালেদা জিয়া’র মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা সম্ভব হবে না।

২২ নভেম্বর সোমবার খাগড়াছড়িতে আয়োজিত বিএনপির বিক্ষোভ-সমাবেশ থেকে বক্তারা এ আহবান জানিয়ে বলেন, সরকার তীলে তীলে বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১ টার দিকে খাগড়াছড়ি বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মুল সড়কে উঠতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়লে সেখানে সমাবেশ করে।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা,অর্থ সম্পাদক মুফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন,সাধারণ সম্পাদক জাহিদুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুল আলম অনিকসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত ছিলেন।

এদিকে জেলা সদর ছাড়াও পানছড়ি, লক্ষ্মীছড়ি ও দীঘিনালাসহ বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন