শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খাগড়াছড়িতে রোববার সড়ক অবরোধ

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১০:৫০ পিএম

খাগড়াছড়িতে রোববার (২০ মার্চ) আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ইউপিডিএফ’র সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভের মৃত্যু এবং মহালছড়ি পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ অবরোধ।

বুধবার (১৬ মার্চ) ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে দিঘিনালা উপজেলার বাবু ছড়ার বাঁশঢালা এলাকা থেকে অস্ত্রসহ ইউপিডিএফের সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভকে (৪৪) আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দিঘিনালা সদরে আনার পথে অসুস্থতা বোধ করলে তাকে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিলন চাকমা মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন