সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত রাঙামাটির ছাদ নামে পরিচিত সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে রইলুই পুলিশ চেকপোস্টের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে পর্যটকবাহী নোহা মাইক্রোবাস নম্বর- ঢাকা মেট্রো-গ ৩৯১২৩১ পুড়ে গেছে। সাজেক থানার ওসি নুরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি যাওয়ার পথে রুইলুই পুলিশ ক্যাম্পের সামনে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় পর্যটকরা নিরাপদে বাহিরে বেরিয়ে আসায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
গাড়ি চালক সৌরভ জানান, গাড়ীর ইঞ্জিন গরম হয়ে শর্ট সার্কিট হয়ে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে বলে তার ধারণা। পরে আতঙ্কিত পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় অন্য গাড়িতে করে সাজেক পৌঁছে দেয়া হয়। পুড়ে যাওয়া নোহা মাইক্রোবাসটি খাগড়াছড়ি জীব সমিতির বলে জানিয়েছে সাজেক থানা পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন