শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

বগুড়ার শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং চলতি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক এনামুল হক রুমি (৫২) এর বিরুদ্ধে বগুড়ার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আদালত (১) এ একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে মামলার বাদী কোহিনুর বেগম (৩৫) এর পক্ষে মামলাটি করেন বগুড়ার সিনিয়র আইনজীবী একেএম আব্দুল হাকিম।

বিকেলে এই মামলার (মামলা নং ৩০১) আদেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আদালত (১) বিচারক জেলা জজ একেএম ফজলুল হক আগামী ১৪ কর্মদিবসের মধ্যে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের তদন্ত শাখা পিবিআইকে নির্দেশনা দিয়েছেন মর্মে জানান, উক্ত আদালতের বেঞ্চ সহকারি গৌতম নন্দী।
মামলার সংক্ষিপ্ত বিবরনে বলা হয়েছে, বাদী বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের জঙ্গলপাড়ার মো. কোরবান আলীর কন্যা। তার স্বামীর নাম মো. নুর আলম। দারিদ্রের কারণে ৩ সন্তানের জননী কোহিনুর প্রতিবেশি প্রভাষক এনামুল হক রুমির বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। এ অবস্থায় গত ১৭-১০-২০২০ এ হতে ২০-১০-২১ পর্যন্ত দীর্ঘসময় ধরে কখনো জোরপূর্বক, কখনো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফুসলিয়ে তাকে ধর্ষণ করেছে।

তবে শেষ পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় গত ১৯ নভেম্বর সে বগুড়া সদর থানায় এ ব্যাপারে এজাহার দাখিলের জন্য যায়। পুলিশ আদালতে মামলা দায়েরের পরামর্শ দিলে বিচারিক আদালতে মামলাটি দায়ের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন