শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুমকিতে আবারো আগুন : ভস্মীভূত ৩ দোকান

দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ৩:৪১ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ৩টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।জানা যায় গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩.৩০ মিনিটের দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস আসার আগেই উক্ত অগ্নিকান্ডে ৩জন দোকানীর ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়।যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬লক্ষাধিক টাকা বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।প্রত্যক্ষদর্শীরা জানায়,গভীর রাতে ফার্মেসী,চা, মুদী-মনোহরী ও কসমেটিক্সের দোকানে আগুনের লেলিহান দেখে ডাকচিৎকার শুরু করলে স্থানীয় জনগন ছুটে আসে এবং আগুন নিভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।দোকানের মালিক আবুল হোসেন শিকদার,আবদুর রব শিকদার ও মনির হোসেন বলেন আমাদের দোকান সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় আমরা এখন ঋনের বোঝা নিয়ে অসহায় হয়ে পড়েছি।উল্লেখ্য গত এক সপ্তাহ আগে উপজেলার মুরাদিয়া বাজারে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়,এছাড়াও উপজেলায় গত এক বছরে আরো ৮-থেকে ১০-টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কিন্ত এসব ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি,তবেঁ ফায়ার সার্ভিসের দাবি বৈদ্যুতিক ত্রুটির কারণে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন