শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে তরুনী আটক, কেন্দ্রে উত্তেজনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ৩:৩৯ পিএম

সিলেটে জাল ভোট দিতে যেয়ে পুলিশের আটক হয়েছে এক তরুনী। আজ রবিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে দক্ষিণ সুরমার ৫নং সিলাম ইউনিয়নের ৮৬নং হযরত শাহ তৈয়ব (র:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। এসময় নৌকা প্রতীকে সীল মারা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। অবশেষে আধঘণ্টা পর আটক তরুণীকে ছেড়ে দেয় পুলিশ। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ওই ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে এ কেন্দ্রে ভোট গ্রহণ। চশমার প্রার্থী আত্তর আলী অভিযোগ করেন সিলাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হয়রত শাহ তৈয়ব (র:) সরকরী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র জালভোটের ছড়াছড়ি চলছে। তিনি বলেন, জোরপূর্বক কেন্দ্রে নৌকার লোকজন ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারা শুরু করে। এসময় আমার এজেন্ট প্রিসাইডিং অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ করলে কেন্দ্রে সৃষ্টি করা হয় বিশৃঙ্খলা ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন