শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধে গ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান’

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে সুশীল সমাজের উদ্যোগে নির্বাচনোত্তর এক আলোচনা সভা বাড়বকুণ্ড বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় সন্ত্রাস মাদক ও দুর্নীতি প্রতিরোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। আলোচনা সভায় বাড়বকুণ্ড ইউনিয়নের স্থানীয়দের নিয়ে ঐক্যের ঘোষণা দেন আগত উপস্থিত রাজনৈতিক নেতারা। সমাজ সেবক ও ব্যবসায়ী জামাল উল্লার সভাপতিত্বে বাড়বকুণ্ড ইউনিয়ন আ.লীগের সদস্য সচিব মো. আইয়ুব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ. জে. এম. মহসীন জাহাঙ্গীর। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির এ.জে.এম বেলাল উদ্দিন। বক্তব্য রাখেন, জাপা নেতা সাবেক কাউন্সিলর মো. জহুরুল আলম, আ.লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, বেলায়েত হোসেন, মো. খোকন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. সাদমান প্রমুখ। এছাড়া বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন শ্রেনী-পেশার শতশত মানুষ এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত রাখতে হলে প্রথমে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে। এরপর ইউনিয়ন কমিটিও ঘোষণা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন