শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হাসপাতালে দালাল বিরোধী অভিযান ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল-জরিমানা

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা

মধুখালী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযানে ৪জনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে জেল ও জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা সদরে অবস্থিত হেলথ কেয়ার ডায়গনস্টিক ও পপুলার ডায়গনস্টিক সেন্টারের ৪জন কর্মি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রোগী শিকারের জন্য অবস্থান করছিলেন। মধুখালী থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের এই অপকর্মের জন্য আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে জিজ্ঞাসাবদে তারা রোগী শিকারের কথা শিকার করায় প্রত্যেককে ২৮ দিনের কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের নির্দেশ দেন। দন্ড প্রাপ্তরা হলেন প্রপুলার ডায়াগনিস্টের বাবু এবং শাহিনা বেগম ও হেলথ কেয়ার ডায়াগনিস্টের শারমিন বেগম ও জোসনা বেগম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন