শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যুবলীগ নেতার জেল

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৭ এএম

মানিকগঞ্জের শিবালয়ে মাদক বহন করার দায়ে উথলী ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান (৩২) কে মাদকসহ শিবালয় থানা পুলিশ গ্রেফতার করে এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে গত শুক্রবার তাকে ১৫ দিনের জেল দিয়েছেন। শিবালয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের যুবলীগ নেতাকে উথলী বাজার থেকে মাদকসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেয়া হয়েছে। একই সূত্র আরো জানিয়েছে, উক্ত যুব নেতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। সে স্থানীয় চেয়ারম্যানের ঘনিষ্ঠজন ও সহযোগী বলে এলাকায় পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন