শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রায়পুরে এখনো চাল মেলেনি জেলেদের কপালে

মা ইলিশ রক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা

গত ১২ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষা নিষেধাজ্ঞার গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৯ দিন শেষ হয়ে গেলেও রায়পুর উপজেলায় উপকূলের তালিকাভুক্ত ৭ হাজার ২৩০ জেলের ভাগ্যে এখনো চাল সহায়তা মেলেনি। জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ ছাড়া অন্য কোন কাজ না জানায় চরম অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষা ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মৌসুম রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা এবার প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে রায়পুর উপকূলীয় মেঘনা নদীতে। জেলেরাও মৎস্য অধিদপ্তরের সহায়তার আশায় নদীতে ইলিশ শিকারে নামছেন না। তাদের এ কষ্ট লাঘবের জন্য সরকার এ ২২ দিনের জন্য খাদ্য সহায়তা বাবদ ভিজিএফ কর্মসূচির আওয়তায় প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে খাদ্য হিসেবে চাল দেবে এবার। কিন্তু ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে জেলেদের তালিকা দিতে দেরি হওয়ায় জেলে এখনও চাল পয়নি। জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা বেপারী জানান, সরকার চাল দেবে এই আশায় এবার নদীতে নামেনি জেলেরা। কিন্তু ৯ দিন শেষ হলেও সহায়তা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে জেলে পল্লীর হাজার হাজার জেলে বড় কষ্টে আছেন। যদি এখনই দ্রুত জেলেদের চাল না দেয় তাহলে পরিবারের দুশ্চিন্তায় বাধ্য হয়ে নদীতে মাছ শিকারে নামছে জেলেরা। এতে সরকারের মা রক্ষ কর্মসূচি ব্যাহত হওয়ায় আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, উপজেলায় মোট তালিকাভুক্ত কার্ডধারী ৭ হাজার ২৩০ জন জেলে রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার জাটকা শিকারের জেলে আছে। তালিকা করে আগামী দু’এক দিনের মধ্যে উপজেলার ৬ হাজার ৭৩ জেলে পরিবারকে সরকারি বরাদ্দের ২০ কেজি করে চাল সহায়তা দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন