নাটোর সুগার মিলের ৩৮তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নাটোর সুগার মিলের কেইন কেয়ার চত্বরে এই মৌসুমের উদ্বোধন করা হয়। নাটোর সুগার মিল সূত্রে জানা যায় ২০২১-২২ আখ মৌসুমে ৫০ হাজার মে.টন আখ মাড়াই করা হবে। এবছর চিনির লক্ষ্যে মাত্রা নির্ধারন করা হয়েছে আনুমানিক ৩ হাজর ৫০ মে.টন। তাতে করে ২৯ কোটি লোকসানের বোঝা মাথায় নিয়েই এ বছর আখ মাড়াই শুরু করলো নাটোর সুগার মিল। যা নাটোর সুগার মিলের ইতিহাসে সর্বনিম্ন আখ মাড়াই ও চিনি উৎপাদনের রেকর্ড। শুভ উদ্বোধন শেষে কেইন কেয়ার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক কৃষিবিদ আশরাফ আলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তাছাড়াও আরোও বক্তব্য রাখেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন